Sylhet View 24 PRINT

সুনামগঞ্জ-২ আসন: নৌকার প্রার্থী হতে মাঠে শামসুল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-২১ ০১:১২:০৫

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ মহকুমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তালেব উদ্দিনের ছোটভাই অ্যাডভোকেট শামসুল ইসলাম সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করার লক্ষ্যে মাঠে রয়েছেন। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সিলেট জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর।

অ্যাডভোকেট শামসুল দীর্ঘ দিন ধরে দিরাই ও শাল্লা উপজেলার প্রত্যন্ত এলাকার গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়ন প্রচারণায়ও সরব রয়েছেন তিনি। আসনজুড়ে রয়েছে তার পরিচিতি ও জনপ্রিয়তা। মহান মুক্তিযুদ্ধে ভাই হারানো শামসুলকে নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চান এই আসনের স্বাধীনতার স্বপক্ষের ভোটাররা।

তারা মনে করেন, দিরাইয়ের হাবিল-কাবিল খ্যাত খাইখাই সিন্ডিকেটের কারণে বিতর্কিত বর্তমান এমপি এমপি জয়া সেন গুপ্তাকে কেন্দ্র করে তৃণমূলে যে বিভক্তি রয়েছে, শহীদ পরিবারের শামসুলকে মনোনয়ন দিলে ভোটের সেই বিভক্তি কাটিয়ে ওঠা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করা সম্ভব।

অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, ‘আজন্ম আওয়ামী লীগ পরিবারের একজন সন্তান হিসেবে দলীয় মনোনয়ন নিয়ে জনসেবা করতে চাই। জননেত্রী শেখ হাসিনা বরাবারই মুক্তিযুদ্ধে স্বজন হারানো পরিবারকে মূল্যায়ন করে আসছেন। নেত্রীর প্রতি আমার আস্থা আছে। আমাকে দলীয় মনোনয়ন দিলে তৃণমূলের সকল বিভেদ দূর করে নেত্রীকে নৌকা উপহার দিতে পারব।’

সিলেটভিউ২৪ডটকম/২১ নভেম্বর ২০১৮/মাহে/শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.