Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে বিজয় ফুল পরিধান উৎসব সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৩ ১৯:৩৪:৫৭

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসক মিলনায়তনে বিজয় ফুল পরিধানের মাধমে আগামী ১৬ই ডিসেম্বর পর্যন্ত এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. শফিউর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ তাঁর বক্তব্যে জানান, মুক্তিযুদ্ধের চেতনা লালন ও ধারণসহ নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ইতিহাস তুলে ধরতে সরকার বিজয় ফুল পরিধান উৎসবের উদ্যোগ নিয়েছে। ১৬ই ডিসেম্বর পর্যন্ত সকল সরকারি আধা সরকারি দপ্তর কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বিজয় ফুলের কোট পিন পরিধান করার নির্দেশনা দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণে সরকারি গৃহীত এই উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
এসময় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার হাজী নরুল মোমেন, সাবেক ডেপুটি কমান্ডার আবু সফিয়ান।
উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের মো. এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুণ অর রশীদ, শফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট প্রদিপ কুমার সিংহ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, মালেক হোসেন পীর, মুজিবুর রহমান, আব্দুস শহীদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/৪ ডিসেম্বর ২০১৮/এসএনএ/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.