Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে বিএনপির ৩ প্রার্থীর আপিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৩ ২২:১৫:৫৪

সুনামগঞ্জ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের বিএনপির তিনজন প্রার্থী মনোনয়নপত্রের বৈধতা পেতে আপিল করেছেন ।

সোমবার তারা নির্বাচন কমিশনে আবেদন করেন।

আপিল করা তিন প্রার্থী হলেন, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেরা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল এবং যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ আব্দুস ছাত্তার।

দেওয়ান জয়নুল জাকেরীন সুনামগঞ্জ-৪(সদর-বিশ্বম্ভরপুর), কামরুজ্জমান কামরুল সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা) ও আব্দুস ছাত্তার সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়নের চিঠি পেয়েছিলেন।

জাকেরীন ঋণখোলাপীর অভিযোগে, কামরুল উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করায় এবং আব্দুস ছাত্তার দেশে ভোটার না হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।

তিন প্রার্থীই মনোনয়নপত্রে বৈধতা পেতে নির্বাচন কমিশনে আপিল করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটভিউ/৩ ডিসেম্বর ২০১৮/এসএনএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.