Sylhet View 24 PRINT

ব্যাংকে কোন টাকা নেই দুই সাবেক এমপির!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-০৪ ২২:১৬:২০

শহীদ নুর আহমেদ, সুনামগঞ্জ প্রতিনিধি :: আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বচানে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জের অর্ধশতাধিক প্রার্থী। মনোনয়নপত্রের হলফনামায় প্রার্থীদের সম্পত্তির বিবরণ দেয়া হয়েছে।

হাতে নগদ অর্থ থাকলেও সুনামগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী ও সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য মতিউর রহমানের নামে ব্যাংকে কোন টাকা নেই বলে হলফ নামায় উল্লেখ করা হয়।

হলফনামা থেকে জানা যায়, সুনামগঞ্জ-২(দিরাই-শাল্লা) আসনের হেভিওয়েট প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীর কৃষি খাতে বার্ষিক আয় ১ লক্ষ ৫৫ হাজার। ব্যবসা খাতে তিনি বার্ষিক আয় করেন ১ লক্ষ টাকা। হাতে নগদ টাকা রয়েছে ৫৫ হাজার। কৃষি জমির পরিমান ও অর্জনকালীন সময়ে আর্থিক মূল্য ১৫ লক্ষ ৫ হাজার টাকা, অকৃষি জমির পরিমাণ ও অর্জনকালীম সময়ে আর্থিক মূল্য ২৫ লক্ষ ৫০ হাজার, ১ লক্ষ টাকা মূল্যের ইলেক্ট্রনিক সামগ্রীর রয়েছে তাঁর কাছে। স্ত্রীর নামে ৫০ তোলা স্বর্ণ রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণের ঘর খালি রাখা হয় ।

সুনামগঞ্জ-৪( সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আরেক হেভিওয়েট প্রার্থী মতিউর রহমানের ব্যাংকে কোন টাকা না থাকলেও নগদ রয়েছে ১২ লক্ষ ৭৭ হাজার ৫শত টাকা, অকৃষি জমির পরিমান ও অর্জনকালীম সময়ে আর্থিক মূল্য ২ লক্ষ ৯৮ হাজার। মতিউর রহমান বাড়ি ভাড়া থেকে মাসিক আয় করেন ৩ লক্ষ ৭৩ হাজার ৫শত টাকা বলে হলফনামায় উল্লেখ রয়েছে।

সিলেটভিউ/৪ ডিসেম্বর ২০১৮/এসএনএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.