আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

রতনকে বিজয়ী করতে জামালগঞ্জে এক মঞ্চে আ.লীগের শীর্ষ নেতারা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৮ ২২:১৮:৪৬

সুনামগঞ্জ প্রতিনিধি :: ‘বাংলাদেশ আওয়ামী লীগের ১০ বছরের অভূতপূর্ব উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৩০ ডিসেম্বর ঐক্যবদ্ধভাবে নৌকার প্রতীকে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে।  আওয়ামী লীগ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতেই পারে, এটা শুভ লক্ষণ। জাতীয় নির্বাচনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে মনোমালিন্যতা দূরীকরণে ও ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় আনতেই আজকের এই বিশাল সমাবেশ। সময় খুব কম, সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকা মার্কায় ভোট দিয়ে মোয়াজ্জেম হোসেন রতনকে বিজয়ী করতে ঘরে ঘরে আওয়ামী লীগের উন্নয়নের কথা তুলে ধরতে হবে। আমরা আজ ঐক্যবদ্ধ , বিজয় আমাদের সুনিশ্চিত।’

মঙ্গলবার বিকালে সুনামগঞ্জ-১ আসনের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে আ. লীগের উপজেলা ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এসব কথা বলেন।

জামালগঞ্জ উপজেলা আ. লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও  জামিল আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাড. শাহানা রব্বানী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় দল, নেতৃত্বের জন্য টুকিটাকি কিছু ঘটতেই পারে, কিছুক্ষণ পরই  আমরা ভুলে যেতে অভ্যস্ত আছি। আসন্ন নির্বাচনে প্রত্যেকেই নিজে ও আত্মীয় স্বজনদেরকে ভোট দিতে আগ্রহী করে তুলতে হবে।

জেলা আ. লীগের সহ-সভাপতি ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ। ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনতে আমাদের এই আজকের আয়োজন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেন, আজ আমরা এক মঞ্চে ঐক্যবদ্ধ হয়েছি, কোন দ্বিধাদ্বন্দ্ব নেই, সফলতা আমাদের অনিবার্য।

সুনামগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী ও এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হতে দুই বার নৌকা প্রতীক তুলে দিয়েছেন। সেই নৌকাকে আপনারা বিজয়অ করে আপনারা আমাকে এমপি বানিয়েছেন। আমি আপনাদের প্রতিনিধি হয়ে যথাসাধ্য চেষ্টা করেছি, প্রধানমন্ত্রীর সহযোগিতায় যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিষ্ঠান ভবন নির্মাণসহ সকল বিষয়ে উন্নয়নে আপ্রাণ চেষ্টা করেছি । এদেশ এই সকল উন্নয়নের মহাসড়কে হাটছে, প্রধানমন্ত্রী তৃতীয়বারের মত এবারো আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। আপনাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উন্নয়নের প্রহরী হিসেবে আওয়ামী লীগের সকল নেতাকর্মীসহ আমার আপনার সকলেরই দায়িত্ব ও কর্তব্য নৌকায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করা।

সমাবেশে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ. লীগের  সহ- সভাপতি অ্যাডভোকেট আবুল আজাদ রুমেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নান্টু রায়, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল করিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ- আল - আজাদ, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক এডভোকেট উজ্জল, জেলা পরিষদের সদস্য আবুল আব্দুল মুকিত চৌধুরী, জামালগঞ্জ আ. লীগ সহ- সভাপতি করুণা সিন্ধু তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু ধর্মপাশা আ.লীগ সহ- সভাপতি ফকরুল ইসলাম আলমগীর, তাহিরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জামালগঞ্জ উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, জামালগঞ্জ উপজেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল খালেক প্রমুখ ।  

সিলেটভিউ/১৮ ডিসেম্বর ২০১৮/এসএনএ/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী