Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে ৫টি আসনে তিন অংক ছুঁতে পারেননি ১৯ প্রার্থী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-০১ ০০:২৩:৫৭

শহীদনুর আহমেদ, সুনামগঞ্জ :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রাপ্ত ভোটের সংখ্যা হাজারের কোটা পার হতে পারেননি সুনামগঞ্জের ৫টি আসনের ১৯ প্রার্থী।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা) আসনে বদরুদ্দোজা সুজা (বাংলাদেশ মুসলীম লীগ) হারিকেন প্রতীকে পেয়েছেন ১৮৫ ভোট ও আমান উল্লাহ আমান (জাকের পার্টি) গোলাপ ফুল প্রতীকে ৪৪৩ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মাহমুদ হাসান চৌধুরী (বাংলাদেশ মুসলিম লীগ) হারিকেন প্রতীকে ৮৭ ভোট, আব্দুল হাই (ইসলামি আন্দোলন বাংলাদেশ) হাতপাখা প্রতীকে ৩৫৫ ভোট, গোলজার আহমেদ (গণতন্ত্রী পার্টি) কবুতর প্রতীকে ২০৮ ভোট , নিরঞ্জন দাস (কমিউনিস্ট পার্টি) কাস্তে প্রতীকে ৩৩৩ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে মাহফুজুর রহমান খালেদ (এলডিপি) ছাতা প্রতীকে ৫৪১ ভোট, মুহিববুল হক আজাদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা প্রতীকে ৩২৮ ভোট, শাহজাহান চৌধুরী (জাকের পার্টি) গোলাপফুল প্রতীকে ১২৬ ভোট ও সৈয়দ শাহ মুবাশ্বির আলী (মুসলিমলীগ) হারিকেন প্রতীকে ৫১ ভোট পেয়েছেন ।

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে মোহাম্মদ দিলোয়ার (ন্যাশনাল পিপলস পার্টি) আম প্রতীকে ৪৫৬ ভোট, মো. কামরুজ্জামান (স্বতন্ত্র) সিংহ প্রতীকে ৩৬৫ ভোট ও আল হেলাল মো. ইকবাল মাহমুদ ( বাংলাদেশ মুসলীম লীগ) হারিকেন প্রতীকে ১১৫ ভোট পেয়েছেন।
 
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে মো. আশরাফ হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ) টেলিভিশন প্রতীকে ৮১ ভোট, আব্দুল ওয়দুদকে (বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -ন্যাপ) কুড়ের ঘর প্রতীকে ৬৩৫ ভোট , নাজমুল হুদা (জাতীয় পার্টি) লাঙ্গল প্রতীকে ৫৫১ ভোট , শফিক উদ্দিন (খেলাফত মজলিস) দেয়াল ঘড়ি প্রতীকে ২০৬ ভোট , আইয়ুব করম আলী (গণফোরাম) উদীয়মান সূর্য প্রতীকে ৬৪৬ ভোট, হোসাইন আল হারুন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা প্রতীকে ৭৩৪ ভোট পেয়েছেন ।

সিলেটভিউ/১ জানুয়ারি ২০১৮/এসএনএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.