Sylhet View 24 PRINT

ছাতকে নির্বাচনী সরঞ্জামাদি ছিনতাইয়ের অভিযোগে মামলা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-০১ ২০:১৯:৩৭

ছাতক প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতকের কালারুকা ইউনিয়নের বোবরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি কর্মী সমর্থক কর্তৃক নির্বাচনী সরঞ্জাম ছিনতাইকালে বাধাঁ দানে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

৪৪জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলা উদ্দিন বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ থেকে জানা যায়, বিএনপি নেতা সালেহ আহমদ, শাহানশাহ ও মানিক মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ কেন্দ্রের ব্যালট বক্স ছিনতাই করতে ভোট কক্ষে ডুকে ত্রাস সৃষ্টি করলে যুবলীগ নেতা জামাল উদ্দিন, শাহাব উদ্দিন, আলা উদ্দিন, কাবিল আহমদসহ ৪/৫ নেতাকর্মীরা বাধাঁ দিলে তাদের উপর হামলা করে গুরুতর আহত করে। এসময় প্রায় আধাঁ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।

পরবর্তীতে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে বলে জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান।

সিলেটভিউ২৪ডটকম/০১ জানুয়ারি ২০১৯/এমএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.