আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

এম. এ মান্নানকে পূর্ণ মন্ত্রী করার দাবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-০৬ ০০:০৯:২৮

সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর :: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য এম এ মান্নানকে এবার নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। বর্তমানে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মান্নান বিপুল ভোটে বিজয়ী হয়ে হ্যাটট্রিক সাংসদ নির্বাচিত হওয়ায় নির্বাচনী এলাকায় মানুষ এখন স্বপ্ন দেখছেন তাকে নিয়ে। নতুন মন্ত্রী সভায় মান্নান পূর্ণ মন্ত্রী হিসেবে স্থান পাবেন, এমন অপেক্ষায় তারা প্রহর গুণছেন।

এম এ মান্নান ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এই আসন থেকে চারদলীয় জোট প্রার্থী হিসেবে শাহীনুর পাশা চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করে প্রথমবারের মতো সাংসদ হন। এরপর ২০১৪ সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বার সাংসদ হন। এরপর থেকে তিনি সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এলাকায় তিনি সৎ রাজনীতিবিদ হিসেবে পরিচিত।

এবার মন্ত্রিসভায় মান্নানকে পূর্ণ মন্ত্রী হিসেবেই দেখতে চাইছেন সুনামগঞ্জের মানুষ।

জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়াম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রশীদ বলেন, ‘সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি হিসেবে এম এ মান্নান গত ১০ বছর ধরে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তাই আমরা এবার আশাবাদী তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে পূর্ণ মন্ত্রী হিসেবে স্থান পাবেন।’

জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল হোসেন বলেন, ‘একজন সৎ যোগ্য দক্ষ প্রতিমন্ত্রী হিসেবে আমাদের নির্বাচিত প্রতিনিধি এম এ মান্নান সফলভাবে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবার তিনি অর্থমন্ত্রী কিংবা পরিকল্পনা মন্ত্রী হবেন বলে আমাদের আশাবাদ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত মানুষ হিসেবে তিনি সততা ও দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় আমরা শতভাগ আশাবাদী তিনি মন্ত্রীসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিবেন।’

সিলেটভিউ২৪ডটকম/৬ জানুয়ারি ২০১৯/এসএইচএস/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী