আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জ উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১০ ১৯:৪৯:১৬

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সুনামগঞ্জের উন্নয়ন ভাবনার উপরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) হারুণ অর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুতিউর রহমান, আবু সুফিয়ান, অবসর প্রাপ্ত সিভিল সার্জন ডা. মনোওয়ার আলী, শিক্ষাবিদ দিলিপ কুমার মজুমদার, জেলা আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক সভাপতি নুরুল মোমেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা রিপোর্টার ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক আবু বক্কার সিদ্দিক, সড়ক ও জনপথের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, মক্তিযোদ্ধা আব্দুল হাসিম, অ্যাড. আসাদুল্লাহ সরকার, পৌর কলেজের সহকারি অধ্যাপক শাহ আবু নাসের, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জ শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসার দিক দিয়ে অন্যান্য জেলার থেকে পিছিয়ে আছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা জেলার সার্বিক জীবনমানের উপর প্রভাব ফেলছে। বোরো ফসল নির্ভর এই জেলায় প্রতিবছর বাঁধ নির্মানে দুর্নীতি হয়। দুর্নীতি অনিয়ম রুখে সঠিক ভাবে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা, জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানো, যুবকদের কর্মসংস্থানের উপরে গরুত্ব দিয়ে আগামীতে জেলার উন্নয়ন পরিকল্পনা হাতে নিতে যথাযত কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রাখেন বক্তরা।

সিলেটভিউ২৪ডটকম/১০ জানুয়ারি ২০১৯/এসএনএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী