আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

সুনামগঞ্জে ব্রতচারী প্রশিক্ষণ কর্মশালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৬ ২২:০১:২০

সুনামগঞ্জ প্রতিনিধি :: খেলাঘর আসর, সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ব্রতচারী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জানুয়ারি) সুনামগঞ্জ শহরের ওয়েজখালিস্থ হলিচাইল্ড কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজে এই কর্মশালা শুরু হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর আসর সুনামগঞ্জ জেলার সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠ সম্পাদক বিজন সেন রায়। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রতচারী সমিতির সাধারণ সম্পাদক বিমান তালুকদার, খেলাঘর আসর সুনামগঞ্জের সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, কোষাধ্যক্ষ প্রদীপ পাল, অ্যাডভোকেট কল্লোল তালুকদার, হলিচাইল্ড কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মানিক মোহন চন্দ, শিক্ষক সাহিদা আক্তার, রিমা, মহসিনা, সুশান্ত, তানিয়া, দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার বাদল কৃষ্ণ দাস, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক ক্লিনটন তালুকদার বাপ্পু।

ব্রতচারী কর্মশালায় শিশুদের জন্য রয়েছে ভূমি প্রেমের তিন উক্তি, পঞ্চব্রত অনুসরণ, ছোট ব্রতচারীর বারো পণ, বাংলা ভূমির দান, সারি নৃত্য ও ছড়ার সাথে শারীরিক কসরত।

এরপর শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ব্রতচারী প্রশিক্ষণ দেওয়া হয়। এসময় শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন আক্তার, সহকারী শিক্ষক হাসমত আরা, সাবিহা সুলতানা, নাদিরা বেগম, নাছিমা বেগম, সামছনিগার সুলতানা বুবলী উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক নাসরিন আক্তার বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। আমরা এই ধরনের সৃজনশীল কার্যক্রমকে স্বাগত জানাচ্ছি।

পরে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা রহমান, সহকারি শিক্ষক মো. জামাল উদ্দিন, শাহনাজ বেগম মুন্নী, সানজিদা আক্তার, মানসী রায়, বিলকিস আক্তার মুক্তা, রোকেয়া বেগম, চামেলী আক্তার পীর, তাসনোভা সূচী, সাবিনা জান্নাত, সোনিয়া সেজমীন, মাহবুব আলম প্রমুখ।

প্রধান শিক্ষিকা নাছিমা রহমান বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। একটি ব্যতিক্রমী ও আনন্দমুখর প্রশিক্ষণ কর্মশালা। আমরা চাই এই রকম সৃজনশীল কর্মশালা আরো হোক। এতে শরীর চর্চার পাশাপাশি নবীন প্রজন্মের মেধাবিকাশেরও সহায়ক হবে।

প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ ব্রতচারী সমিতির সাধারণ সম্পাদক বিমান তালুকদার। তিনি জানান, শিশুদের মানসিক বিকাশের সহায়ক ও স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি আমরা সর্বত্র ছড়িয়ে দিতে চাই।
দিনের সমাপনী প্রশিক্ষণে শিশুদের খেলাঘর আসর সভাপতি বিজন সেন রায় বলেন, এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে অন্যান্য বিদ্যালয়েও করা হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৬ জানুয়ারি ২০১৯/এসএনএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী