আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-১৯ ১৮:১৬:১০

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, খেলাধুলা ও বিনোদন মেধা বিকাশের অন্যতম মাধ্যম। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে নিজেকে তৈরী করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখেন তিনি। তিনি বলেন, সরকার শিক্ষাখাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। যা বিশ্বে বিরল দৃষ্টান্ত। তাই মানসম্মত শিক্ষা প্রদানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিক হওয়ার নির্দেশনা দেন তিনি।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ইসমাঈল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) প্রদিপ কুমার সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার মকবুল হোসেন, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস ও প্রবাতি শাখার প্রধান শিক্ষক কালিপদ তালুকদার প্রমুখ।

পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। শেষে শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৯ জানুয়ারি ২০১৯/এসএনএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক সুনামগঞ্জ খবর

  •   জগন্নাথপুরের মোশাহিদের স্বপ্ন ঝড়ল ফ্রান্সের সড়কে
  •   তাহিরপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  •   দিরাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  •   দক্ষিণ সুনামগঞ্জে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা
  •   দোয়ারাবাজারে ৩শ’ টাকার জন্য সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, আটক ২
  •   সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন
  •   দক্ষিণ সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
  •   ছাতকে ভাবির সাথে দেবরের পরকিয়া, ভাতিজা খুন
  •   দোয়ারাবাজারে হামলায় সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী আহত, উত্তেজনা
  •   গ্রামে এসে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী