Sylhet View 24 PRINT

ছাতকের ৯টি সেতু প্রকল্প একনেকে অনুমোদন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০১-২২ ১৯:১৩:৫১

ছাতক প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে নতুন সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ১ হাজার ৮৯৩ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

এরমধ্যে ১১১কোটি ৭৭ লাখ টাকা প্রকল্প ব্যায়ে গোবিন্দগঞ্জ–ছাতক-দোয়ারাবাজার সড়কের ৯টি সরু ও জরাজীর্ণ সেতুর স্থলে ৯টি আরসিসি পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন হয়েছে।

এদিকে দীর্ঘদিনের জরাজীর্ণ এসব সেতুর নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এবং স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে ধন্যবাদ জানিয়েছেন ছাতক-দোয়ারাবাজারবাসী।

সিলেটভিউ২৪ডটকম/২২ জানুয়ারি ২০১৯/এমএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.