Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে আ.লীগ প্রার্থী কর্তৃক বিদ্রোহী প্রার্থীর কর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৮ ২০:২১:৪৩

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিষ কান্তি দে মিন্ট আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খায়রুল হুদা চপলের বিরুদ্ধে তাঁর কর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছেন।

শুক্রবার দুপুরে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

সুনামগঞ্জ সদর আসনের আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে প্রচারপ্রচারণায় অংশ নেয়ার অভিযোগ করেন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থী মিন্টুর অভিযোগ, ‘আমার জনপ্রিয়তা দেখে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চপল ও তাঁর সমর্থকরা পেশীশক্তি দিয়ে ও নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের উপর প্রভাব খাটিয়ে বেআইনিভাবে বিজয়ী হওয়ার অপচেষ্টা অব্যাহত রেখেছেন। বার বার নির্বাচনী আরণবিধি লঙ্ঘন করা হলেও সেটি বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এসব বিষয় নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করে তুলছে। এতে নির্বাচনের ব্যাপারে ভোটারদের মাঝে নেতিবাচক বর্তা ছড়াচ্ছে। কোথাও কোথা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে এজেন্ট না হতে সমর্থকদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।’

তিনি বলেন, ‘এই অপচেষ্টা বন্ধ করা না হলে ভোটের নিরপেক্ষতা প্রশ্নবিন্ধ হবে। শান্তিপূর্ণ ভোটের মাঠ অশান্ত হয়ে উঠবে। মানুষে ভোটকেন্দ্রে যেতে ভয় পাবে। জোরজবরদস্তি, সন্ত্রাস ও ভীতির পরিবেশ বন্ধ করতে না পারলে অবাদ ও সুষ্ঠু নির্বাচন কিছুতেই করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ অশান্ত করার সকল অপচেষ্টা বন্ধে প্রশাসন দ্রুত দৃশ্যমান কার্যকর উদ্যোগ গ্রহণ করবে, যাতে সদর উপজেলায় ভীতিমুক্ত পরিবেশে সবার কাছে গ্রহণযোগ্য একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুুষ্ঠিত হয়।’
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাংশের নেতারা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/০৮ মার্চ ২০১৯/এসএইচএস/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.