Sylhet View 24 PRINT

দিরাইয়ে মন্দিরে আগুন দিলো দুর্বৃত্তরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৩ ২১:০৫:৪৩

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে রাতের আঁধারে সনাতন ধর্মাবলম্বীদের শিব মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ মার্চ) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রী নারায়নপুর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান শিব মন্দিরে শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাত দৃর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এ সময় মন্দিরটি খালি থাকায় তেমন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এ নিয়ে এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে আতংক বিরাজ করছে। এদিকে ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে অভিহিত করেছেন শ্রী নারায়নপুর গ্রামবাসী।

গ্রামবাসী জানান, শুক্রবার গভীর রাতে কোন এক সময়ে কে বা কারা মন্দিরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। মন্দিরের ভেতর কেরোসিনের বোতল পাওয়া গেছে । কেরোসিন ছিটিয়ে মেঝেতে খড় দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি সচী দাস জানান, পূজানুষ্ঠানের সময়ে মন্দিরে শিব মূর্তি স্থাপন করা হয় তাই মন্দিরটি খালি অবস্থায় ছিল ।

এদিকে শ্রী নারায়নপুর গ্রামের মিন্টু তালুকদার জানান, শিব মন্দিরের ভূমি পার্শ্ববর্তী হলিমপুর গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে বেদখলের চেষ্টা করে আসছে। গত ৩-৪ দিন যাবত হলিমপুর গ্রামের শারজুল, নাছির, জামাল, রেজ্জাকসহ তাদের লোকজন মন্দিরের ভূমি হতে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছে। আমরা নিষেধ দিলেও তারা শোনেনি। বাধ্য হয়ে আমরা দিরাই থানায় লিখিত অভিযোগ দেই। পুলিশ এসে তাদের মাটি কাটা বন্ধ করতে বলে। পুলিশ যাবার পরপরই আবার তারা মাটি কাটা শুরু করে এবং আমাদের হুমকি ধমকি দিয়ে বলে, বাড়াবাড়ি করলে গ্রাম থেকে আমাদের বিতাড়িত করবে।

তিনি আরো বলেন, আমরা নিরীহ শান্তিপ্রিয় মানুষ। আমাদের মাঝে ভীতি সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে মন্দিরে আগুন দেওয়া হয়েছে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত) এবিএম দেলোয়ার হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে তৎক্ষনাৎ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ মার্চ ২০১৯/এইচপি/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.