Sylhet View 24 PRINT

ছাতকে শিক্ষার্থীদের ক্লাসে যেতে বাঁধা, থানায় জিডি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৯ ২২:৫৩:২৩

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে পূর্ব শত্রুতার জেরে এক পরিবারকে বাড়ি ছাড়া এবং স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের ক্লাসে যেতে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে।

উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ধবপুর গ্রামের কদর মিয়া একই গ্রামের সিরাজ মিয়া, সায়েস্তা মিয়া ও কামরান মিয়াদের বিরুদ্ধে এমন অভিযোগ এনে তাদের সন্তানদের নিরাপত্তা ও বিদ্যালয়ে গমন নিশ্চিত করতে ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

জিডিতে উল্লেখ করা হয় সিরাজ মিয়া দীর্ঘদিন ধরে তাদের সাথে মামলা মোকাদ্দমা করে আসছে। কিছু দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে মারামারি করে কদর মিয়াসহ তাদের আত্মীয়-স্বজনদের আহত করে পরবর্তীতে মামলা দিয়ে বাড়ি ছাড়া করে।

এদিকে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ক্লাসে যাতায়াতের পথে তারা উত্ত্যক্ত করে। বিদ্যালয়ে যেতে বাধাঁ দেয়। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য থানায় জিডি করেছেন কদর মিয়া।

ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, কিছু দিন আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৯ এপ্রিল ২০১৯/এমএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.