Sylhet View 24 PRINT

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৯ ১৪:০০:১৫

ছাতক প্রতিনিধি :: ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন করার অপরাধে বালু বোঝাই একটি ইঞ্জিন চালিত নৌকা জব্ধ করা হয়েছে।

পরে নৌকার মাঝি জামালগঞ্জ উপজেলার রফিকুল ইসলাম, আল-আমিন ও জামাল মিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে নৌকা ছেড়ে দেয়া হয়।

শনিবার শহরের তাতিকোনা-বৌলা এলাকায় সুরমা নদীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল।

জানা যায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে একটি চক্র সুরমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন করে যাচ্ছে। শহরের বৌলা, তাতিকোনসহ মুক্তিরগাঁও ও কালারুকা এলাকার কতিপয় অসাধু ব্যবসায়ী বিআই ডব্লিউ ও হাইড্রোগ্রাফি সার্ট ছাড়াই অপরিকল্পিতভাবে তাতিকোনা, বৌলা এলাকায় সুরমা নদীর চর থেকে প্রতিদিন ৩০-৪০ হাজার ঘনফুট মাটি-বালু উত্তোলন করে বিক্রি করছে।

এতে গ্রামটি নদী ভাঙ্গনের কবলে পড়ার আশংকাসহ সরকার লক্ষ-লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন বন্ধ করতে না পারলে ভবিষ্যতে তাতিকোনা, বৌলাসহ গোটা এলাকা মারাত্মক নদী ভাঙ্গনের পড়ার আশংকা করছে এলাকাবাসী।

গত ২৪ এপ্রিল ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনে জড়িত তাতিকোনা, বৌলা গ্রামের একজন শিক্ষকসহ ৬ জনের বিরুদ্ধে সহকারী কমিশনা (ভুমি) বরাবরে একটি লিখিত অভিযোগ (ডকেট নং-৭৪৪) দিয়েছেন বৌলা গ্রামের মুহিবুর রহমান নামের এক ব্যক্তি।

সিলেটভিউ২৪ডটকম/১৯ মে ২০১৯/এমএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.