Sylhet View 24 PRINT

সরকারি কর্মকর্তা-কর্মচারীকে কী বলে ডাকবেন তিনি?

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-২০ ২১:১১:০০

সুনামগঞ্জ প্রতিনিধি :: সরকারি  কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোন আইন বা বিধি আছে কী না, যদি না থাকে তবে সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরতদের নাগরিকরা কী বলে ডাকবেন- দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চেয়ে তথ্য অধিকার আইনে দরখাস্ত করেছেন সালেহীন চৌধুরী নামের এক উন্নয়নকর্মী।

সোমবার (২০ মে) দুপুরে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে তথ্য অধিকার বিধিমালার বিধি-৩ এর নির্ধারিত ‘ফরম-ক’ পূরণ করে এই তথ্য জানতে চান শহরের ওয়াপদা রোডের বাসিন্দ সালেহিন।

এ ব্যাপারে সালেহিন সিলেটভিউকে জানান, “সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের ‘স্যার’ সম্বোধন না করার কারণে এই দেশের নাগরিকরা প্রতিনিয়ত দুর্ব্যবহারের শিকার হন।”

তিনি বলেন, “রাষ্ট্রের একজন কর্মচারী হয়ে জনগণের সাথে তারা কেন এমনটা করেন বোধগম্য হয় না। তাই জনসচেতনা বৃদ্ধি লক্ষ্যে আমি তথ্য অধিকার আইনে জানতে চেয়েছি- সরকারি  কর্মকর্তা-কর্মচারীদের সম্বোধনে কোন আইন বা বিধি আছে কী না। যদি না থাকে তবে সুনামগঞ্জ কালেক্টরেটে কর্মরতদের নাগরিকরা কী বলে ডাকবেন সেই বিষয়টি যাতে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়। ’’

সিলেটভিউ২৪ডটকম/২০ মে ২০১৯/এসএনএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.