Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-২১ ২২:৫১:৪১

সুনামগঞ্জ প্রতিনিধি :: ভোক্তা  অধিকার সংরক্ষণ আইনের তদারকী অভিযানে সুনামগঞ্জের একটি ফার্মেসি ও দুইটি আইসক্রিম কারখানা থেকে জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (২১ জুলাই) বিকালে শহরের পশ্চিম বাজার ও ট্রাফিক পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালনা জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়। অভিযানে সহযোগিতা করে র‌্যাব-৯ এর সদস্যরা।

এসময় মেয়াদউর্ত্তীণ ওষুধ বিক্রি ও কোম্পানির স্যাম্পল বিক্রির দায়ে ট্রাফিক পয়েন্ট এলাকার সেন্ট্রাল ফার্মেসিকে ৩০ হাজার টাকা, পশ্চিম বাজার এলাকায় বাজারজাতকৃত আইসক্রিমে রং ও স্যাকারিন মেশানোর দায়ে রোকেয়া আইসক্রিম কারখানাকে ২০ হাজার ও শাওন আইসক্রিম কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর ডিএডি নাসিম রেজা, জেলা মার্কেটিং অফিসার মো. আব্দুল খালেক প্রমুখ।

অভিযানে মেয়াদউর্ত্তীণ ওষুধ নষ্ট ও স্যাম্পল জব্দ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/২১ জুলাই ২০১৯/এসএনএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.