Sylhet View 24 PRINT

তাহিরপুরে ছেলেধরা সন্দেহে মানসিক রোগীকে গণপিটুনি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৭-২১ ২৩:০৩:৩৪

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে ছেলেধরা সন্দেহে এক মানসিক রোগীকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।
 
শনিবার (২০ জুলাই) রাতে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের মানিগাও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় তাহিরপুর থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার (২০ জুলাই) রাত ১০টায় নদীর পাড়ে বসে থাকা মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে মানিগাও গ্রামের কিছু যুবক ধরে মানিগাও চক বাজারে নিয়ে যায়। সেখানে নিয়ে লোকটিকে ‘গলাকাটা গলাকাটা’ বলে চিৎকার শুরু করে । তাদের চিৎকার শুনে মুহুর্তের মধ্যে শত শত লোক জড়ো হয়ে লোকটিকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এতে ওই লোক গুরুতর আহত হন।

এরপর স্থানীয় কিছু লোকজন ওই ব্যক্তিকে পার্শ্ববর্তী তোষা মিয়ার দোকান ঘরে তালাবদ্ধ করে রেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমির উদ্দিন ফোর্সসহ ঘটনাস্থলে  এসে জনতার রোষানলে পরেন। আবারো শুরু হয় এলোপাতাড়ি মারধর। এতে পুলিশ ও স্থানীয় লোকজনসহ অনেকেই আহত হন।

পরে পুলিশী কৌশল অবলম্বন করে ওই ব্যক্তিকে বাদাঘাট পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। সেখানেও শুরু হয় ইট পাটকেল ছোড়া । এক পর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে লাটিচার্জ করলে পরিস্থিতি সামালে আসে।

রাতেই পাগলটিকে তাহিরপুর থানায় নিয়ে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানায় তাহিরপুর থানা পুলিশ।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। ভারসাম্যহীন লোকটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি । তিনি আরও বলেন, এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
 
তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি বলেও জানা যায়।
 
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, এসব গুজবে স্থানীয় এলাকাবাসিকে কর্ণপাত না করার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় সন্দেহভাজন কাউকে ঘুরাফেরা করতে দেখলে তাকে মারধর না করে নিকটস্থ থানা অথবা পুলিশ ফাঁড়িতে জানাতে হবে।

ইতিমধ্যে জেলার সবকটি থানায় মাইকিং করে এসব বিষয়ে আপামর জনসাধারণকে সচেতন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

সিলেটভিউ২৪ডটকম/২১ জুলাই ২০১৯/আরাস্বা/পিডি




সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.