Sylhet View 24 PRINT

দোয়ারাবাজারে গ্রাহকদের ঘাড়ে ভুতুড়ে বিলের বোঝা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-০৩ ০৮:৪১:০৬

দোয়ারাবাজার সংবাদদাতা ::সুনামগঞ্জের দোয়ারাবাজারে গ্রাহকের ঘাড়ে চাপছে পল্লীবিদ্যুতের অতিরিক্ত ভুতুড়ে বিলের বোঝা। তাই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই ভয়ে সাধারণ গ্রাহকদের অনেকেই এসব শুভঙ্করের ফাঁকি না বুঝে বিল পরিশোধ করে প্রতারিত হচ্ছেন। সামর্থ্য না থাকায় অনেক গ্রাহকই এসব ভুতুড়ে বিল যথাসময়ে পরিশোধে ব্যর্থ হস। ফলে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের এসব মনগড়া ভুতুড়ে বিলের দায়ভার গ্রাহকদের ঘাড়ে চাপায় অতিষ্ঠ হয়ে ওঠেছেন ভুক্তভোগী গ্রাহকরা। এ নিয়ে অনেকেই অভিযোগ তুলেছেন।

গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে কয়েকজন গ্রাহকের বিলের কপি যাচাই করে জুলাই মাসের অনেক বিলে আকাশ-পাতাল গড়মিল দেখা গেছে। উপজেলার নরসিংপুর বাজারের ব্যবসায়ী সাইদুর রহমানের জুলাই মাসের বিদ্যুৎ বিল আসে ২২ হাজার ৭০৪ টাকা। অথচ জুন মাসে তার বিল এসেছিল মাত্র ৪৭৫ টাকা!

নরসিংপুর ডাকঘরে গত দুই বছর ধরে প্রতিমাসে মাত্র ৪২ টাকা করে বিল আসে। কিন্তু জুলাই মাসে বিল দেখানো হয়েছে এক হাজার ৭৭৩ টাকা! গত বছরও এ ডাকঘরের নামে ভুতুড়ে বিল আসার ঘটনা ঘটেছিল।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের জোনাল অফিসের (০১৭৬৯৪০১৮৬৫) মুঠোফোনে যোগাযোগ করা হলে গ্রাহকদের অভিযোগের বিষয়টি স্বীকার করেন দায়িত্বরত কর্মকর্তা। তিনি বলেন, ‘এ বিষয়ে তদন্ত করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।’

সিলেটভিউ২৪ডটকম/৩ আগস্ট ২০১৯/আরআই-কে/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.