Sylhet View 24 PRINT

দ্বিতীয় ধাপের মেধা বৃত্তি পরীক্ষা শেষ করল দিরাই ছাত্রকল্যাণ পরিষদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৬ ২০:৫৩:২৮

দিরাই প্রতিনিধি:: সিলেটস্থ দিরাই  ছাত্রকল্যাণ পরিষদের  উদ্যোগে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আয়োজিত মেধা বৃত্তি পরিক্ষা ২০১৯ এর দ্বিতীয় ধাপ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে  শেষ  হয়েছে।

গত ১৪ আগষ্ট  জগদল ইউনিয়নের মাধ্যমে  উপজেলার  সর্ববৃহৎ এই মেধা বৃত্তি পরীক্ষার কার্যক্রম শুরু করে ছাত্রকল্যাণ।

তারই ধারাবাহিকতায়  শুক্রবার ( ১৬ আগষ্ট)  সকালে কুলঞ্জ ইউনিয়নের পরিক্ষা অনুষ্ঠিত হয়  হাতিয়া উচ্চ বিদ্যালয়ে।   সকাল সাড়ে নয়টা থেকে ১২ টা পর্যন্ত চলা পঞ্চম -অষ্টম এবং দশম শ্রেণীর  এই মেধা বৃত্তি পরীক্ষায় ইউনিয়নের বিভিন্ন  স্কুল-মাদ্রাসা থেকে ২১৫ জন  শিক্ষার্থী অংশ নেয়।

পরে বিদ্যালয়ের খোলা মাঠে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়

বিকেলে উপজেলার তাড়ল ইউনিয়নে  পরীক্ষা হয়। ধল পাবলিক উচ্চ  বিদ্যালয়ে অনুষ্ঠিত এই মেধা বৃত্তি পরীক্ষায় ইউনিয়নের সবগুলো স্কুল-মাদ্রাসা থেকে ২১৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

আড়াই ঘন্টার লিখিত  পরীক্ষা শেষে ছাত্রকল্যাণের নিয়ম অনুযায়ী  কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় । এসময় এলাকার বিশিষ্টজন, অভিভাবক সহ সেচ্ছাসেবী সংগঠনটির  নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৬ আগস্ট ২০১৯/এইচপি/মিআচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.