Sylhet View 24 PRINT

দিরাইয়ে প্রথমবার রক্তদান বিষয়ক অ্যাপ নিয়ে এলো দিরাই রক্তদাতা সংঘ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-১৭ ০০:৫১:৩০

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো রক্তদান বিষয়ক অ্যাপ নিয়ে এলো দিরাই রক্তদাতা সংঘ। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি মিষ্টি বিপনিতে আনুষ্ঠানিকভাবে কেক কেটে অ্যাপের কাজ শুরু করেছে দিরাই ব্লাড ডোনেশন কমিউনিটি (দিরাই রক্তদাতা সংঘ) আইটি বিভাগ।

এই অ্যাপে সার্চ করে জানা যাবে, দিরাইয়ের রক্তদানে আগ্রহী ব্যক্তিদের রক্তের গ্রুপসহ যাবতীয় তথ্য, এ্যাম্বুলেন্স ও বিশেষজ্ঞ চিকিৎসকগণের মোবাইল নম্বর ও ঠিকানা। পর্যায়ক্রমে আরো বিভিন্ন সেবামুলক তথ্য সংযোজন করা হবে বলে জানায় তারা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক ফারহানুল হক, শিপলু রায়, সুপ্রজিত দাস, তানিম আহমেদ, ইজাজুর রহমান ফাহিম, আতহার আলী সায়েম, অমিত রিংকু প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৭ আগস্ট ২০১৯/এইচপি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.