Sylhet View 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান বরখাস্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২০ ২০:৫৪:১০

সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ভিজিডি কর্মসূচির চাল উত্তোলন করে আত্মসাতের অভিযোগে ইউনিয়ন পরিষদ আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাকে দায়িত্ব হতে বরখাস্তের আদেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী।

গত ১৮ আগস্ট উপসচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী পত্রে উল্লেখ রয়েছে, আক্তার হোসেনের বিরুদ্ধে ভিজিডি কর্মসূচির চাল উত্তোলন করে আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন এর ৩৪(১) ধারা অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ চেযারম্যান আক্তার হোসেনের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্র্বাহী কর্মকর্তা মো. সফিউল্লাহ বলেন, এ সংক্রান্ত একটি ইমেইল পেয়েছি। যা উপজেলার ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/২০ আগস্ট ২০১৯/এসএনএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.