Sylhet View 24 PRINT

গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে সুনামগঞ্জ পৌরসভার আলোচনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৮-২১ ২২:৫৫:১১

সুনামগঞ্জ প্রতিনিধি :: ২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় বিএনপি জামায়াত জোটের বর্বোরোচিত গ্রেনেড হামলায় জড়িতদের ফাঁসির দাবিতে আলোচনা সভা করেছে সুনামগঞ্জ পৌরসভা। বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় পৌরসভার হলরুমে আলোচনা সভা পরবর্তি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

পৌরসভার  মেয়র নাদের বখতের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈকতুল ইসলাম সৈকতের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. চানঁ মিয়া, অ্যাড নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি বিকাশ কান্তি দে বাবুল, সহ সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি মোজাহের আলী, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, দপ্তর সম্পাদক লিটন সরকার, অ্যাড. রাধা কান্ত, অ্যাড. প্রদ্বিপ আচার্য্য, অ্যাড. আলম নূর হীরা, অ্যাড. জুয়েল আহমদ,  জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ঝন্টু তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবু সালেক, মাজেদ হোসেন,  জেলা তথ্য ও প্রযুক্তি লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম শায়েস্থা,জেলা ছাত্রলীেেগর সাবেক সভাপতি মো. আরিফুল আলম, ছাত্রলীগ নেতা তারেক আহমদ, ,পৌর ছত্রেলীগের সভাপতি ইকবাল মাহমুদ শাহারিয়ার ও সহ সভাপতি তন্ময় দাস ,সাধারণ সম্পাদক স্বাক্ষর রায় প্রমুখ।

সভাপতির বক্তব্যে পৌর মেয়র নাদের বখত ২১ আগস্ট গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপি- জামায়াত জোটের প্রত্যক্ষ মদদে এই হামলা করা হয়। জাতির জনকের কন্যা শেখ হাসিনাকে হত্যাই ছিলো এই হামলার মূল উদ্দেশ্য। হামলায় নিহত শহীদদের  আত্মার শান্তি কামনা করেন তিনি। গ্রেনেড হামলার সাথে জড়িতদের দেশে ফেরত এনে ফাঁসি দেয়ার দাবি জানান তিনি। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সিলেটভিউ২৪ডটকম/২১ আগস্ট ২০১৯/এসএনএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.