Sylhet View 24 PRINT

তাহিরপুর সীমান্ত দিয়ে ফের কয়লা আমদানী শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৮ ২০:১২:০৯

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে দেশের সর্ববৃহৎ বড়ছড়া শুল্কষ্টেশন দিয়ে দীর্ঘ প্রায় ৪ মাস পর ফের ভারতীয় কয়লা আমদানী শুরু হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ওপার থেকে ভারতের মেঘালয় মাইন ওনার্স এক্সপোর্টার এসাসিয়েশনের সভাপতি এফাসিং মারউইন ও সাধারন সম্পাদক এফএফ নংব্রি কয়লাবাহী ট্রাক বড়ছড়া শুল্কষ্টেশন দিয়ে এপারে পাঠালে কয়লাবাহী ট্রাকগুলো গ্রহন করেন তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার। আইনি জটিলতায় কয়েক দফা ভারতীয় কয়লা বন্ধ থাকার পর বড়ছড়া শুল্কষ্টেশন দিয়ে ফের কয়লা আমদানী হওয়ায় ব্যাবসায়ী, শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে।

কয়লাবাহী ট্রাক এপারে আসার পূর্বে বড়ছড়া জিরো পয়েন্ট এলাকায় বিশেষ মোনাজাত করা হয় এবং মিষ্টি বিতরণ করা হয়। মোনাজাতে অংশ গ্রহণ করেন, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপ সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার, অর্থ সম্পাদক জাহের আলী, সচিব রাজেস তালুকদার, কয়লা আমদানী কারক জিল্লুর রহমান, তোতা মিয়া ,মিজানুর রহমান প্রমূখ।

এব্যাপারে কয়লা আমদানীকারক সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার গণমাধ্যম কে জানান, এখন থেকে বড়ছড়া শুল্কষ্টেশন দিয়ে নিয়মিত কয়লা আমদানী হবে। বড়ছড়া শুল্কষ্টেশনের সঙ্গে ধারাবাহিক ভাবে চারাগাও, বাগলী শুল্কষ্টেশন দিয়েও কয়লা আমদানী হবে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৮ সেপ্টেম্বর ২০১৯/ এএআর/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.