Sylhet View 24 PRINT

ছাতকে ৭ স্কুল শিক্ষার্থী শ্রেণীকক্ষে অজ্ঞান!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৯ ২০:৩১:৪৭

ছাতক প্রতিনিধি :: ছাতকের বুরাইয়া স্কুল এন্ড কলেজের ৭ জন শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের মাঝে হৈ চৈ পড়ে যায়। অসুস্থ শিক্ষার্থীদের মাথায় পানি ঢেলে তাদের নিজ বাড়িতে পৌছে দেন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল প্রায় ১১ টায় বুরাইয়া স্কুল এন্ড কলেজে ক্লাস চলাকারীন সময়ে ঘটে এ ঘটনা। পরে তাৎক্ষনিক নির্ধারিত সময়ের আগেই ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের ছুটি দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার দোলারবাজার ইউনিয়নের বুরাইয়া গ্রামের তাজ উদ্দিনের কন্যা, স্কুলের ১০ম শ্রেনীর ছাত্রী লিপি বেগম ক্লাস চলাকালীন সময় হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়ে। অসুস্থ লিপি বেগমকে সুস্থ করে তুলতে তার সহপাঠীরা তাৎক্ষনিক তার মাথায় পানি দেয়া হচ্ছিল।

এসময় আরো কয়েকজন ছাত্রী একইভাবে অজ্ঞান হয়ে গেলে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পড়ে তাদেরকেও নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেন কর্তৃপক্ষ।

অতিরিক্ত গরমের কারনে তারা অসুস্থ হয়ে পড়ে বলে  জানিয়েছেন উক্ত স্কুল কর্তৃপক্ষ। অসুস্থ শিক্ষার্থীরা হলেন, বুরাইয়া স্কুল এন্ড কলেজের ১ম বর্ষের ছাত্রী ফাতেমা বেগম, সুমী বেগম, রিমা বেগম, সামিয়া বেগম, রাবিয়া বেগম ও ২য় বর্ষের ছাত্রী হালিমা বেগম।

বুরাইয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রফিকুল হক জানান, অতিরিক্ত গরমের কারনে দু’জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এসময় তাড়াহুড়া করতে গিয়ে আরো কয়েকজন আহত হয়। বিষয়টি জটিল কিছু নয়। পরে পরিচালনা কমিটির নেতৃবৃন্দের অনুমতি নিয়ে শিক্ষার্থীদের ছুটি দেয়া হয়।

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায় জানান, ঘটনাটি গরমজনিত কারনে ঘটেছে। শিক্ষার্থীরা এখন সুস্থ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির বিষয়টি গুরুত্বের সাথে খোঁজ নেবেন বলে জানিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম / ১৯ সেপ্টেম্বর ২০১৯/ এমএ/এসএইচ 


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.