Sylhet View 24 PRINT

ছাতকে নির্মানাধীন দুর্গা প্রতীমার কয়েকটি অঙ্গ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৯-১৯ ২০:৪৩:১০

ছাতক প্রতিনিধি :: ছাতকে একটি দুর্গা প্রতীমার কয়েকটি অঙ্গ ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের মন্ডলীভোগস্থ শ্রী শ্রী চৈতন্য সংঘের পূজা মন্ডপে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছাতক পৌর এলাকার পূজা মন্ডপগুলোর নেতৃবৃন্দের উদ্দেশ্যে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জ তথা সিলেট বিভাগের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল।

কতিপয় দুস্কৃতিকারী কর্তৃক এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এসব ঘটনা এড়াতে নিজেদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

এ ঘটনাকে অন্যভাবে দেখার কোন প্রয়োজন নেই। তিনি বলেন, নিশ্চিন্তে ও নির্বিঘ্নে শারদীয় উৎসব পালন করতে রাষ্ট্র আপনাদের নিরাপত্তা দেবে।

এতে বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ ভট্টাচার্য্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হরিদাস রায়, সাধারন সম্পাদক বাবুল পাল, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, শিক্ষক প্রনব দাস মিটু, লিটন ঘোষ, আশিষ কুমার দাস প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, আওয়ামীলীগ নেতা শাহীন চৌধুরী, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, ধন মিয়া, নওশাদ মিয়াসহ বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ ।

সিলেটভিউ২৪ডটকম / ১৯ সেপ্টেম্বর ২০১৯/ এমএ/ এসএইচ  

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.