Sylhet View 24 PRINT

সুনামগঞ্জের ধোপাজান নদীতে বালু-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৪ ১৮:০২:২৪

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ধোপাজানে জলতি নদীতে বালু-পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় শহরের ট্রাফিক পয়েন্টে বালু-পাথর শ্রমিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করে ধোফাজান জলতি নদীতে কর্মরত সাধারণ শ্রমিকরা।

এ সময় বক্তরা বলেন, ধোপাজান নদীতে আবহমান কাল ধরে বালু-পাথর উত্তোলন করে হাজার হাজার গরিব ও অসহায় শ্রমিক জীবিকা নির্বাহ করেন। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে বালু-পাথর উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। বেকার অবস্থায় মানবেতর জীবন-যাপন করছেন হাজারো পরিবার।
এসময় অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নদী খুলে দেওয়ার দাবি জানানো হয়।
 
এ সময় বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মরম আলী, নাসির উদ্দিন, মানিক মিয়া, হাবিবুর রহমান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম / ১৪ অক্টোবর ২০১৯/ এসএ/ এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.