Sylhet View 24 PRINT

জগন্নাথপুরের রাস্তা বেহাল, ব্যর্থতার দায় প্রশাসনের: ডিসি আহাদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৭ ২১:১৭:৩০

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়কগুলোর বেহাল দশায় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এর ব্যার্থতার দায় প্রশাসনের। তিনি বলেন, রাস্তা দিয়ে চলা ফেরা করা যায় না। এলজিইডি কি করছে? তিনি এলজিইডির উপর অসন্তোষ প্রকাশ করে দ্রুত সকল রাস্তা পূনঃ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের সততার সহিত আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক উপরোক্ত কথা বলেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ আরো বলেন, আমরা ২০১৯সালের শেষের দিকে অবস্থান করছি। ২০২১সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ডিজিটাল সেবার মাধ্যমে জনসাধারনের বিভিন্ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন বাস্তবায়নে জনপ্রতিনিধিসহ সবাইকে সততার সহিত আন্তরিকভাবে কাজ করার আহবান  জানান। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাশিম, পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মখলুছ মিয়া, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, জগন্নাথপুর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আমির হোসেন, মুক্তিযোদ্ধা রঞ্জিত দাস প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মো: ইয়াসির আরাফাত, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল হক ও মো: সম্রাট হোসেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মুখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম রানা, জগন্নাথপুর নাগরিক ফোরামের সহ সভাপতি মোঃ নূরল হক।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবিরসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রজেক্টরের মাধ্যমে জগন্নাথপুরের বিভিন্ন উন্নয়নের চিত্র উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম। পরে মীরপুর ইউনিয়নের শাষনহবি গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২টি পরিবারের মধ্যে জনপ্রতি ৩বান্ডিল ঢেউ টিন ও নগদ ৯হাজার টাকা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এছাড়া দিনব্যাপী নানা কর্মসুচিতে যোগদেন তিনি।

সিলেটভিউ২৪ডটকম/১৭ অক্টোবর ২০১৯/সুনু/জেএসি
 

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.