Sylhet View 24 PRINT

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১০-১৯ ০১:৪০:১৭

সিলেট :: সিলেটভিউ২৪ডটকম-এ শুক্রবার ‘সুনামগঞ্জে মসজিদের ইমাম নিয়ে তীব্র উত্তেজনা, পুলিশ মোতায়েন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া বায়তুল মা’মুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার হোসেন।

তিনি বলেন, সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়া এলাকার সমস্ত যুবকরা মিলে মসজিদের ইমাম হিসেবে তাকে রাখতে চাইছে। কিন্তু কমিটির কিছু মানুষ তাকে মানুষ বাদ দেয়ার অপচেষ্টা করলে তারা বাঁধা দেয়। এলাকার সকল যুবক ও সবাই সম্মিলিতভাবে তাকে মসজিদের ইমাম হিসেবে রাখে।

মাওলানা আনোয়ার হোসেন বলেন, তিনি দীর্ঘ ৩২ বছর ধরে এই মসজিদের ইমাম হিসেবে আছেন। তিনি সুনামগঞ্জ ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি ও তিনটি দাওরায়ে হাদিস মাদ্রাসার প্রিন্সিপাল।

ঘটনার বিষয়ে তিনি বলেন, এলাকার সকল যুবকদের কথা রক্ষার্থে মসজিদে কোন ধরণের ঝামেলা এড়াতে তিনি ইমাম হিসেবে থাকতে সম্মতি জানিয়েছেন। এতে এলাকার মুরুব্বী ও বর্তমান জেলা পরিষদ চেয়্যারম্যান নুরুল হুদা মুকট সমাধান দিবেন বলে জানিয়েছেন। এলাকায় দু’পক্ষের বিরোধীতা আছে, এর জেড় মসজিদে দেয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে এলাকার কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র শামসুজ্জামান স্বপন বলেন, মাওলানা আনোয়ার সাহেব আমাদের এলাকার জন্য রহমত স্বরুপ। হুজুরের কারণে আজ শত শত যুবক নামাজী হয়েছে মুখে দাড়ি রেখেছে। আমরা এলাকার সবাই হুজুরকে ইমাম হিসেবে চেয়েছি এতে মসজিদের মেয়াদউত্তীর্ন কমিটিতে থাকা সভাপতি ও এলাকার জিয়াউল হক নামের ব্যাবসায়ী হুজুরের পিছনে ষড়যন্ত্রে নেমেছে। হুজুর দীর্ঘ ৩২ বছর ধরে আমাদের ইমাম এবং আমরা এলাকাবাসীর সবাই চাই উনি উনার জীবনের বাকী সময় আমাদের মাঝে থাকেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ অক্টোবর ২০১৯/শাদিআচৌ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.