Sylhet View 24 PRINT

এখন বর্ষায় নাও আর হেমন্তে পাও নিয়ে চলতে হয়না: এমপি মানিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-০৬ ২০:৩৮:৩২

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, স্বাধীনতা উত্তর ছাতক-দোয়ারায় ২টি কলেজ ও ১৬টি হাই স্কুল প্রতিষ্ঠিত ছিলো।

কিন্তু বর্তমানে ছাতক-দোয়ারায় ৭টি কলেজ ও ৬৬টি হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামীলীগের বিভিন্ন মেয়াদের সময়। বর্তমান সরকারের নতুন এমপিও ভূক্ত দেশের সর্বোচ্চ ছাতক-দোয়ারায় ২৭টি প্রতিষ্ঠান এমপিও ভুক্তি হয়েছে, এর মধ্যে ৯টি মাদ্রাসাও রয়েছে।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে পৌঁছে যাচ্ছে। শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেত্রী নয় তিনি এখন বিশ্বনেত্রীর যোগ্যতা অর্জন করেছেন।

ছাতক-দোয়ারার মানুষ এক সময়ে বর্ষায় নাও আর হেমন্তে পায়ে চলাচল করতো। কিন্তু এখন প্রতিটি গ্রামের মানুষ যানবাহন নিয়ে যাতায়াত করতে পারে। এক সময়ে মানুষের বিদ্যুৎ বাতি জালানো স্বপ্নের মতো মনে করতো। বর্তমানে ছাতক-দোয়ারা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে।

কৈতক হাসপাতালের ট্রমা সেন্টার চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি গ্রামে কমিউনিটি ক্লিনিক স্থাপনের মাধ্যমে স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ২৭ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করণ করে আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সু-নাগরিক হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে উদাত্ত আহবান জানান।

তিনি বুধবার (৬ নভেম্বর)সকালে সুনামগঞ্জ জেলার একমাত্র জাউয়া বাজার ডিগ্রি কলেজ স্নাতক পর্যায়ে এমপিও ভুক্তি হওয়ায় কলেজের উদ্যোগে তার সম্মানে বিশাল সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ এম.আব্দুল গাফফারের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মনিশংকর ভৌমিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির, গোবিন্দগঞ্জ আং হক স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক সাবেক চেয়ারম্যান গিয়াস মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ।

আফজাল হোসেন, জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আ.ন.ম ওহিদ কনা মিয়া, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়া, প্রবাসী নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মহেন্দ্র কুমার দাশ (বিশ্বাস)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান  নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আখলুছ মিয়া, হাজী সফিকুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, মোঃ আইয়ুব মিয়া, কদরিছ খাঁন, আব্দুল মছব্বির,সহকারী অধ্যাপক শিব্বির আহমদ, অজয় কুমার দাস, জয়াধর রুবি, বিলকিছ সুলতানা, সমর কুমার সরকার, নীল মাধব সিংহ, শ্যামা প্রসাদ দাস, সোমা চক্রবর্তী, আরশ আলী, দিগেন্দ্র কুমার তালুকদার, অধ্যক্ষ মাহমুদ আলী, প্রভাষক নাজমুল হক, প্রভাষক মোঃ গৌছুল হক নাঈম, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম. রশিদ আহমদ, কবি আছাদুর রহমান আছাদ  ও আবু হানিফা সায়মন।

কলেজের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মননা স্মারক প্রদান করেন কলেজের অধ্যক্ষ এম.আব্দুল গাফফার। অনুষ্ঠান শুরুতে ক্বোরআন তেলওয়াত করেন কলেজছাত্র জয়নাল আবেদীন, গীতা পাঠ করেন স্বাধীন আচার্য্য।

বিকেলে তিনি ১ কোটি ৩৫ লক্ষ ব্যয়ে বহুল প্রত্যাশীত প্রবাসীদের অর্থায়নে ক্রয়কৃত ভূমিতে জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেনের সভাপতিত্বে ও সৈয়দুল ইসলামের পরিচালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সিলেট বিভাগের এলজিইডির চীফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, দোহালিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু।

উপস্থিত ছিলেন, উপজেলা যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন,অধ্যক্ষ নাসির উদ্দিন,মাস্টার জসিম উদ্দিন, এ.এস.এম. মিসবাহুজ্জামান শিলু, এম.রশিদ আহমদ, আবু হনিফা সায়মন ও কৃপেশ চন্দ্র সহ ইউপি সচিব, সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেটভিউ২৪ডটকম/৬ নভেম্বর ২০১৯/এমএ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.