Sylhet View 24 PRINT

গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৬ ১৮:৫৪:২৪

সুনামগঞ্জ প্রতিনিধি :: সদর উপজেলার গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে ইউনিয়নের ইয়াকুব উল্লা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আলীর সঞ্চালনায় সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন।

পরে বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্মৃতি রত্না দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম।

প্রধান বক্তার বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মোবারক হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ দিল মোহাম্মদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বশির আহমদ চৌধুরী প্রমুখ।

অ্যাড. মো. হাবিবুর রহমানের হাবিবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি আবুল কাশেম সাধারণ সম্পাদক দৌলত মিয়া, ২ নং ওয়ার্ডের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সভাপতি আব্দুল লতিফ সাধারণ সম্পাদক নুরুল হক, ৪ নং ওয়ার্ডের সভাপতি আবুল আকির সাধারণ সম্পাদক শাহ আলম, ৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহীম তালুকদার সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ৬ নং ওয়ার্ডের সভাপতি স্বরজিৎ চন্দ্র দাস সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, ৭ নং ওয়ার্ডের সভাপতি গোলাম রব্বানী সাধারণ সম্পাদক রুবেল মিয়া, ৮ নং ওয়ার্ডের সভাপতি ইউসুফ আলী সাধারণ সম্পাদক ফরিদ মিয়াদ,  ৯ ওয়ার্ডের সভাপতি রতু রায় সাধারণ সম্পাদক ডা. আজাদ চৌধুরী প্রমুখ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসেন আলী। সভার শুরুতে ইউয়িনের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও জাতীয় নেতাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটি গঠনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করে উপজেলা নেতৃবৃন্দ।


সিলেটভিউ২৪ডটকম/১৬ নভেম্বর ২০১৯/এসএনএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.