Sylhet View 24 PRINT

‘দিরাইয়ে লবন মুল্যবৃদ্ধি করে বিক্রি করলে কঠোর ব্যবস্থা’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-১৯ ১৪:১৭:১৪

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লাহ বলেছেন, লবন নিয়ে বিভিন্ন স্থানে উদ্দেশ্যমুলকভাবে গুজব ছড়ানো হচ্ছে। দিরাইয়ে এধরণের গুজব কেউ ছড়ালে কিংবা গুজবে প্রভাবিত হয়ে উপজেলার কোন হাটবাজারে যদি কোন ব্যবসায়ী লবনের মুল্য বৃদ্ধি করে বিক্রি করেন তাহলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এবিষয়ে সুনির্দিষ্ট কোন অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক গুজব রটনাকারীদের কোন ছাড় না দিতে নির্দেশনা প্রদান করেছেন জানিয়ে ইউএনও আরও বলেন, আমাদের দেশে প্রচুর লবন উৎপন্ন হয়, নিজেদের চাহিদা মিটিয়ে প্রচুর লবন আমরা রপ্তানি করে থাকি। লবনের কোন সংকট নেই। যা হচ্ছে সবটাই গুজব।

স্থানীয় ব্যবসায়ীদের নির্ধারিত মুল্যে লবন বিক্রি ও এক ব্যক্তির নিকট ১ প্যাকেটের বেশী লবন বিক্রয় না করার জন্য আহবান জানিয়েছেন তিনি।

এদিকে লবনের মুল্যবৃদ্ধির গুজবে বিশ্বাস করে পৌর এলাকাসহ আশপাশের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ লবন কিনতে সোমবার বিকেল থেকে দিরাই পৌরশহরের বাজারের বিভিন্ন দোকানে ভিড় জমান।

বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, তারা প্যাকেটে নির্ধারিত মুল্যেই লবন বিক্রি করছেন। আর কোম্পানি আগের মূল্যেই লবন সরবরাহ করছে। বাজারে লবনের কোন সংকট পরেনি।


সিলেটভিউ২৪ডটকম/১৯ নভেম্বর ২০১৯/এইচপি/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.