Sylhet View 24 PRINT

ফরিদপুর মেডিকেলে এক পর্দার দাম ৩৭ লাখ টাকা, তদন্তে এমপি মানিক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২০ ১৪:১১:৩২

ছাতক প্রতিনিধি :: ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে আইসিইউর (ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্র) রোগীকে আড়াল করে রাখার এক সেট পর্দার দাম পড়েছে ৩৭ লাখ ৫০ হাজার টাকা!

শুধু এ পর্দা নয়, কলেজের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় প্রায় ৪১ কোটি টাকার দুর্নীতির চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে এসব সরঞ্জাম কেনাকাটা করা হয়।

দেশের বহুল এই  হাসপাতালের অনিয়ম ও দুর্নীতি তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের ১নং স্থায়ী কমিটি কক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপির সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন মালামাল ক্রয়ের অনিয়ম দুর্নীতির বিষয় তদন্তে ৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে আহ্বায়ক করা হয়।

কমিটির সদস্যরা হয় সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা.আ ফ ম রুহুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা.মনসুর রহমান, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ, কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নুরকে।

কমিটিকে আগামী ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের অনুরোধ করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/২০ নভেম্বর ২০১৯/এমএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.