Sylhet View 24 PRINT

সুনামগঞ্জে মধ্যরাতে অফিসার্স ক্লাবে জুয়া, আটক ৪

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৫ ১৪:৩৮:৫৮

সিলেটভিউ ডেস্ক :: সুনামগঞ্জ অফিসার্স ক্লাবে মধ্যরাতে জুয়া খেলার সময় এক তহশীলদারসহ হাতেনাতে আটক হয়েছেন চার জুয়ারি।

বুধবার রাত সাড়ে ১২টায় সুনামগঞ্জ জেলা শহরের রিভারভিউ পয়েন্টে থাকা অফিসার্স ক্লাব হতে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছে জুয়া খেলার বিভিন্ন উপকরণ, কোমল পানীয় ক্যান, একাধিক সিগারেটের প্যাকেট, জুয়ার বোর্ডে থাকা ৪ হাজার টাকাসহ নগদ ৩০ হাজার ৭২ টাকা জব্দ করা হয়।

আটকের পর ক্লাবে বেআইনিভাবে প্রবেশ ও জুয়া খেলার অপরাধে তাদের এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শরিফুল ইসলাম, আরো দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা চার জুয়ারি হলেন - জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা (তহশীলদার) নিখিল চন্দ্র পুরকায়স্থ ও জেলা শহরের নতুন পাড়ার নলিনী কান্ত (৪৬) পুরকায়স্থর ছেলে,সদর উপজেলার পৈন্দা গ্রামের মৃত মহেন্দ্র দাসের ছেলে দলিল লেখক শ্যামল দাস (৪৮), দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সুনামগঞ্জ বিসিকের এক্সটেনশন কর্মকর্তা আবুল কাসেম(৪৮) ও ঝলকাঁটি জেলার নলছিটি উপজেলা সদরের আহমদ হোসেন তালুকদারের ছেলে এবং ব্রাক্ষ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর নুরুল ইসলাম তালুকদার (৪৪)।

বুধবার রাত আড়াইটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সম্রাট হোসেন গণমাধ্যমকে জানান, অফিসার্স ক্লাবে জুয়া খেলার অপরাধ আসামিরা স্বীকার করে নেয়ায় জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় তাদেরকে এক (৩০) মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মুহিত মিয়া জানান, রায় প্রদানের পরপরই আসামিদের অফিসার্স ক্লাব হতে থানা হাজতে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সৌজন্যে :: যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/০৫ ডিসেম্বর ২০১৯/জিএসি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.