Sylhet View 24 PRINT

জগন্নাথপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যাকান্ডে ২ জনকে জিজ্ঞাসাবাদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৬ ১৯:৩০:২৭

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যাকান্ডের ঘটনায় ২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। উদঘাটন হয়নি নির্মম এ হত্যাকান্ডের রহস্য।

জগন্নাথপুর পৌর শহরের কামাল কমিউনিটি সেন্টারের পাশে অবস্থিত আনন্দ ডিজিটাল স্টুডিও নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন আনন্দ সরকার। বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর থানা পুলিশ ও সিআইডি পুলিশ তার নিজ কক্ষ থেকে তালা ভেঙ্গে রক্তাক্ত লাশ উদ্ধার করেন। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বটতলা গ্রামের সুনীল সরকারের ছেলে। এ ঘটনায় রনি সহ ২ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শুক্রবার জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার অনুন্ধান অব্যাহত রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/০৬ ডিসেম্বর ২০১৯/জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.