Sylhet View 24 PRINT

জগন্নাথপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী হত্যাকান্ডে মামলা দায়ের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-০৭ ১৬:৫০:৫০

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে চাঞ্চল্যকর ব্যবসায়ী আনন্দ সরকার হত্যাকান্ডের ঘটনায় শনিবার জগন্নাথপুর থানায় নিহতের বড় ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জগন্নাথপুর পৌর শহরের কামাল কমিউনিটি সেন্টারের পাশে অবস্থিত আনন্দ ডিজিটাল স্টুডিও নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আনন্দ সরকারকে রাতে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে দরজায় তালা মেরে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন। জগন্নাথপুর থানা পুলিশ ও সিআইডি পুলিশ তার নিজ কক্ষ থেকে তালা ভেঙ্গে আনন্দ সরকার নামের ২২ বছরের ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেন। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বটতলা গ্রামের সুনীল সরকারের ছেলে। এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। 

শনিবার জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনার অনুন্ধান অব্যাহত রয়েছে এবং আসামীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সিলেটভিউ২৪ডটকম/ ০৭ ডিসেম্বর ২০১৯/জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.