Sylhet View 24 PRINT

দিরাইয়ে ইউপি চেয়ারম্যানের দুর্নীতির অভিযোগে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৩ ২২:৪৮:০২

দিরাই প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনাচর ইউপি চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে এনেইউপি সদস্যসহ স্থানীয় এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মানববন্ধনে অভিযুক্ত চেয়ারম্যানকে অপসারণের দাবি জানানো হয়।

শুক্রবার বিকালে উপজেলার শ্যামারচর বাজারে ব্রজেন্দ্রগঞ্জ আর.সি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় এলাবাসীদের অংশগ্রহনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ কর্মসুচি পালন করা হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অমর চাঁন দাশ,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কালাই মিয়া, চরনাচর ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, কাচন আলী, বিকাশ দাশ, প্রসন্ন দাশ, দয়াময় দাস, আলী আমজদ, সাবেক ইউপি সদস্য তাহেদ, ইউপি সদস্য চন্দন তালুকদার, চিত্ত রঞ্জন দাশ, দ্বীপ্তি রাণী দাশ, সজল দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদত পরিতোষ রায়, মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরী, মুক্তিযোদ্ধা ললিনী দাশ, প্রভাষক মোস্তাহার মিয়া, চরনাচর ইউনিয়ন কল্যান সংঘের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান জহুরী, ছাত্রলীগ ইউনিয়ন সভাপতি সোহেল আরমান, সহসভাপতি হাসান মিয়া, বিলাশ, ছাত্রলীগ নেতা মেহেদী, বশির মিয়া, আমিনুল, মাসুম, সাকিবুলসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, চরনারচর ইউনিয়নের চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে ইতিমধ্যে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে ১২ জন ইউপি সদস্যই তার বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন। চেয়য়ারম্যান এলাকায় বয়স্কভাতা, বিধবা ভাতা, ভিজিডি ভিজিএফ ও মাতৃত্ব ভাতার জন্য টাকা নেন। এছাড়া কাবিখা, টিআরসহ নানা কর্মসূচি প্রকল্পের কাজ ইউপি সদস্যরা পেতে হলে চেয়ারম্যানকে ঘুষ দিতে হয়।

মানববন্ধনে স্থানীয়রা দ্রুত এসব দুর্নীতির বিচার করার পাশাপাশি চেয়ারম্যানের অপসারণের দাবি জানান ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ডিসেম্বর ২০১৯/এইচপি/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.