Sylhet View 24 PRINT

তাহিরপুরে যোগদান না করেই বদলি হলেন ডা. সাবিনা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৪ ১৩:৪১:৩১

এম.এ রাজ্জাক, তাহিরপুর :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মস্থলে যোগদান না করেই অনত্র বদলী হয়ে চলে গেছেন সদ্য নিয়োগ পাওয়া ডা. সাবিনা ইয়াসমিন।

তিনি বৃহস্পতিবার সকালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।

যোগদানের একদিন পরেই শুক্রবার ডা. সাবিনা ইয়াসমিন কুমিল্লার মুরাদনগরে বদলি হয়ে চলে যান। সাবিনা ইয়াসমিন ৩৯তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ হওয়া একজন চিকিৎসক।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনায় সম্প্রতি হাওরাঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পদায়নে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন চিকিৎসক গত বৃহস্পতিবার যোগদান করেন। ডা. সাবিনা ইয়াসমিনের কর্মস্থল ছিল উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। কিন্তু সেখানে তিনি যোগদান না করে একদিন পরেই বদলি হয়ে কুমিল্লার মুরাদনগরে চলে গেছেন।

নাম প্রকাশ না করে এক চিকিৎসক জানান, সরকার তৃণমূলে চিকিৎসাসেবা উন্নত করার লক্ষ্যে নতুন কর্মস্থলে যোগদানের পর কমপক্ষে ২ বছর ওই এলাকাতে থাকার শর্তে ৩৯ তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ হওয়া চিকিৎসকদের নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু যোগদানের একদিন পরই বদলির হয়ে যাওয়ার বিষয়টি সবাইকে অবাক করেছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্য হাফিজ উদ্দিন বলেন, বিশেষ বিসিএসের চিকিৎসক বিশেষ আদেশে বদলি হয়েছেন। এতে বিশেষ বিসিএসে উত্তীর্ণ চিকিৎসক বদলির নীতিমালা লঙ্ঘন হয়েছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রের ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন বলেন, হাওরাঞ্চলের প্রত্যন্ত জনপদের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য বৃহস্পতিবার ৬ চিকিৎসক তাহিরপুর সদর হাসপাতালে যোগদান করেন। শুক্রবার তিনি জানতে পারেন ডা. সাবিনা ইয়াসমিন কুমিল্লার মুরাদনগরে বদলি হয়েছেন।


সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৯/এমএআর/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.