Sylhet View 24 PRINT

দিরাইয়ে আবুড়া রাস্তার দাবীতে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-১৪ ২০:১২:২৪

সিলেট :: দিরাই উপজেলার ভাটিপাড়া পাথারিয়া বাংলা বাজার আবুড়া রাস্তার দাবীতে মানব বন্ধন করেছে তিন ইউনিয়নের সুবিধা বঞ্চিত জনগণ। শনিবার দুপুরে স্থানীয় ভাটিপাড়া বাজারে সুবিধা বঞ্চিত জনগণের ব্যানারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। হাজার হাজার জনগণ স্বতস্ফূর্তভাবে ঘণ্টাব্যাপী মানব বন্ধনে অংশগ্রহণ করেন।

ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ ও সমাজকর্মী রুবেল আহমদের যৌথ পরিচালনা বক্তব্য রাখেন ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী, রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ান খান, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন তালুকদার, হাতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজিদুল ইসলাম, ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সমাজকর্মী শিবলী চৌধুরী, কবি আবিদ ফায়সাল, ব্যাংকার মইনুল ইসলাম জুবের, সাংবাদিক আবু তাহের চৌধুরী, সৈদুর রহমান তালুকদার, আওয়ামী লীগ নেতা শাহ আলম দীপ, উদ্যোগক্তা ও সমাজকর্মী শোকরান চৌধুরী, যুবলীগ নেতা সানোয়ার হোসেন কাজী, ফুয়াদ আল নোমান, জমিয়ত নেতা মাওলানা মুহিবুর রহমান, মাওলানা জাবির হোসেন চৌধুরী, সমাজকর্মী সোহেল আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাত্র সাড়ে ১১ কিলোমিটার রাস্তার কারণে আমরা আজ রাজপথে নামতে হচ্ছে। সরকার হাজার হাজার কিলোমিটার রাস্তার উন্নয়ন করছে অথচ পাথারিয়া বাংলা বাজার ভায়া ভাটিপাড়া রাস্তার মাত্র সাড়ে ১১ কিলোমিটার রাস্তা হচ্ছেনা। এই রাস্তা দিয়ে জেলার ৩টি ইউনিয়নের মানুষ শুধু চলাচল করেন না পার্শ্ববর্তী নেত্রকোনা ও খালিয়াজুরী মানুষ ও প্রতিদিন চলাচল করেন।

সরকারের ঘোষিত গ্রামকে শহরে রুপান্তরিত করার যে ঘোষণা তা বাস্তবায়ন করতে হলে অবিলম্বে পাথারিয়া বাংলা বাজার ভায়া ভাটিপাড়া অনিমজ্জিত (আবুড়া)  রাস্তা করে দিতে সকল ব্যবস্থা করার জন্য সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন বঞ্চিত এলাকাবাসী। ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ বরাবর স্মারক লিপি দেন সুবিধা বঞ্চিত জনগণ।

সিলেটভিউ২৪ডটকম/১৪ ডিসেম্বর ২০১৯/প্রেবি/ জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.