Sylhet View 24 PRINT

ছাতকে দুই প্রয়াত আওয়ামী লীগ নেতার স্মরণসভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৪ ২২:০০:০০

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আতাউর রহমান আতা ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রসক আলী মাস্টার) স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন, জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সু-দীর্ঘকালের সভাপতি, জাউয়া বাজার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য, জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পাইগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট শালিশ ব্যাক্তিত্ব মরহুম আতাউর রহমান আতা ও আওয়ামীলীগের দূর্দিনে এ ইউনিয়নে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা রফিকুল ইসলাম মাস্টারা ছিলেন এই অঞ্চলের আলোকিত মানুষ। রাজনীতির নেতৃত্বের পাশাপাশি সামাজিক ও সালিশ ব্যক্তিত্ব হিসেবে তাদের খ্যাতি ছিল সর্ব মহলে।

এমপি মানিক বলেন, তারা রাজনীতির পাশাপাশি এলাকায় শিক্ষা ও সমাজের উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, গয়াছ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান কদর মিয়া, আখলুছ মিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, আওলাদ হোসেন, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, মুজাহিদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এম রশিদ আহমদ, মুজিব মালদার, দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, জাউয়া বাজার ডিগ্রি কলেজের প্রভাষক নাজমুল ইসলাম প্রমুখ।

এসময় আওয়ামীলীগ নেতা আব্দুল গনি, এনামুল হক কাচা মিয়া, কদরিছ খান, জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক লোকমান আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিমান ঘোষ, সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিন, যুবলীগ নেতা লিমন মিয়া, হেলাল উদ্দিন, ইউনুস খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খালেদ হোসেন, মোস্তাক আহমদ পীর, রিয়াজ আহমদ, সদস্য স্বপন দাশ, জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিব আহমদ, মাছুম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২৪ জানুয়ারি ২০২০/মাহবুব/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.