Sylhet View 24 PRINT

তাহিরপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৬ ১৮:২৬:৩৮

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, স্থানীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

মতবিনিময় সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী বলেন, চলতি বছর তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য ৭০টি প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হয়েছে। বাঁধের কাজগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে তিনি এ উপজেলার কর্মরত সাংবাদিকদের তদারকি ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সহযোগীতা কামনা করেন। নির্মাণ কাজের  অনেক ত্রুটি বিচ্যুতি প্রতিনিয়ত সংবাদের মাধ্যমে প্রকাশ হলে বাঁধ নির্মান কাজে প্রশাসনের সহায়তা হবে বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি ট্যাকেরঘাট গুচ্ছগ্রাম প্রকল্প নিয়ে নির্মাণ কাজ অনিয়মের প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ট্যাকেরঘাটে ৬৯ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে ভূমি মন্ত্রনালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের অধীনে সরকারী পরিপত্রের অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক নির্মাণ কাজ সম্পন্ন হবে।

এ সময় উপস্থিত সাংবাদিকরা ভূমি মন্ত্রনালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায়ের (সিভিআরপি) প্রকল্পের চিঠি দেখতে চাইলে তিনি সাংবাদিকদের চিঠির কপি হাতে হাতে তুলে দেন। এছাড়া এক প্রশ্নের জবাবে কোনো সাংবাদিককে হুমকি, ভয়ভীতি বা মিথ্যা মামলা দিয়ে ফাসিঁয়ে দেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।

সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি বাবারুল হাসান বাবলু, সাধারন সম্পাদক আলম সাব্বির, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন শাহ, সাংবাদিক আবির হাসান মানিক, সামায়ুন কবীর, আহম্মেদ কবির প্রমূখ।

সিলেটভিউ২৪ডটকম/২৬ জানুয়ারি ২০২০/এমএআর/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.