Sylhet View 24 PRINT

তাহিরপুরে রোহিঙ্গাদের জন্মসনদ দিয়ে বহিস্কার হলেন ইউপি চেয়ারম্যান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-০৯ ২১:২৫:০৪

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আফতাব উদ্দিনকে সাময়িক বহিস্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে এ আদেশ দেয়া হয়।

জন্মসনদ আইন অমান্য করে রোহিঙ্গাদের জন্মসনদ দেয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আফতাব উদ্দিনকে সাময়িক বহিস্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ জুলাই বাদাঘাট ইউনিয়ন পরিষদ থেকে ৬ রোহিঙ্গাকে জন্মসনদ দেয়া হয়। ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর ৫টি জন্মসনদসহ রোহিঙ্গাদের আটক করে থানা পুলিশ। পরে পুলিশ তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠায়।

সিলেটভিউ২৪ডটকম/৯ ফেব্রুয়ারি ২০২০/স্বাধীন/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.