Sylhet View 24 PRINT

জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন ২৯ মার্চ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৮ ২০:০৪:৪৭

নিজস্ব প্রতিবেদক, জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফের মৃত্যু হলে মেয়র পদটি শুন্য হয়। এ শুন্য পদ পূরণের লক্ষে আগামী ২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ১ মার্চ যাচাই-বাছাইয়ের শেষ তারিখ। ৮ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ২৯ মার্চ নির্বাচন।

নির্বাচনের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মঙ্গলবার থেকেই প্রার্থীদের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। তবে জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে খবর ছড়িয়ে পড়লে অনেক প্রবাসী প্রার্থী ও তাদের সমর্থকরা দেশে আসতে শুরু করেছেন। এছাড়া নির্বাচনে অংশ নিতে অনেক প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। সর্বত্র পৌরসভার উপ-নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১৮ ফেব্রুয়ারি ২০২০/ সুনু/ জুনেদ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.