Sylhet View 24 PRINT

সুনামগঞ্জের জামালগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২১ ২০:২০:৫৬

সিলেটভিউ ডেস্ক :: সুনামগঞ্জের জামালগঞ্জে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরি, আলোচনা-সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, যাদের বুকের তাজা রক্ত রাঙিয়েছিল রাজপথ, সেই সব ভাষা শহীদকে শুক্রবার বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়। গান, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানসহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনব্যাপী চলে নানা আয়োজন।

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার প্রথম প্রহর থেকেই মানুষের ভীড় জমতে থাকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে। শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিট থেকেই বিভিন্ন সংগঠনের ব্যানারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৭টায় উপজেলার প্রধান প্রধান সড়কে প্রভাতফেরির মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, রাজনীতিবীদ, শিক্ষক, ছাত্রছাত্রী ও সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল। শহীদ মিনারকে ঘিরে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করে জামালগঞ্জ উপজেলা প্রশাসন।

পরে সকাল ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা-সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুল কবির, উপজেলা সমবায় কর্মকর্তা আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা, তথ্য আপা প্রকল্প ইতিরানী দেবি ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক, ছাত্রছাত্রীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/২১ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.