Sylhet View 24 PRINT

জগন্নাথপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২২ ১৪:১০:০৩

সুনামগঞ্জ :: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার নয়াবন্দর বাজার সংলগ্ন মাঠে উক্ত টুর্নামেন্টের আয়োজন করে আশারকান্দি ইউনিয়ন ছাত্রদল। ফাইনাল খেলায় তিলক একাদ্বশ বনাম চরা একাদ্বশের মধ্যকার ফাইনাল খেলার উত্তেজনাপূর্ন ম্যাচে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে তিলক একাদ্বশ। রানার্স আপ হয় চরা একাদ্বশ। ম্যাচটি উপভোগ করতে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


ফাইনাল খেলা শেষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান। সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য ও আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি মিয়া মুহাম্মদ ইউসুফের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হোসেন মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীনুল ইসলাম বাবুল, জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, যুক্তরাজ্য বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  এম এ খলকু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক  হাজী সুহেল আহমদ খান টুনু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল নেতা বাবুল খান মুন্না, বিএনপি নেতা ফারুক কবিরী, আব্দুল মালেক খান, ফখরুল ইসলাম, সাখতার কবিরী, জেলা যুবদল নেতা খায়রুল ইসলাম,  উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম, শাহনাজ তালুকদার, শাহজান আহমদ রাজু, অয়েছ কবির উজ্জল, জামাল মিয়া, আব্দুল হামিদ, মুহিম আহমদ, শুকুর আলী, উজ্জ্বল মিয়া, উপজেলা ছাত্রনেতা ছদরুল ইসলাম, জনি চৌধরী, সুজেল আহমদ, এস এ সালাম, মিজান, ইয়াছিন রেজা চৌধরী, শাকিল আহমদ জাহেদ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রদল নেতা জাহাঙ্গীর, আবুল কালাম, শাহেন আহমদ, রুমেল আহমদ, সবুজ, তানবীর, ফাহিম, রেজা, সুজন, লাল, সাজন, রায়হান, সাব্বির, মুবাসসির, সাকের, রুমেল ও আশিক। 



সিলেটভিউ২৪ডটনেট/২২ ফেব্রুয়ারি, ২০২০/প্রেবি/ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.