Sylhet View 24 PRINT

ছাতকে আজহারির ‘প্রক্সি’ দিলেন আমির হামজা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৩ ১৬:১৩:০৩

নিজস্ব প্রতিবেদক :: সময়ের ‘আলোচিত-সমালোচিত’ ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারির পরিবর্তে  (প্রক্সি দিয়ে) সুনামগঞ্জের ছাতকে একটি ওয়াজ মাহফিলে বক্তৃতা রেখে গেছেন আরেক ‘আলোচিত’ আলোচক মুফতি আমির হামজা।  শনিবার  (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ছাতকের সামাজিক সংগঠন ‘ইসলামি সমাজ কল্যাণ পরিষদ আলীগঞ্জ’র উদ্যোগে আয়োজিত ২২তম তাফসিরুল ক্বোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। 


জানা গেছে, শনিবারের তাফসির মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো আগামী ৯ মার্চ। মাহফিলের প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট জেলায় ‘নিষিদ্ধ’ হওয়া বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। কিন্তু হঠাৎ আজহারির মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্তে ‘ইসলামি সমাজ কল্যাণ পরিষদ আলীগঞ্জ’র নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমির হামজার সঙ্গে যোগাযোগ করে তাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিলে তিনি সেটি গ্রহণ করেন। পরে আমির হামজার দেয়া তারিখ অনুযায়ী ৯ মার্চের পরিবর্তে ২২ ফেব্রুয়ারি মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়।  বিষয়টি আয়োজকদের বরাত দিয়ে সিলেটভিউ২৪-কে নিশ্চিত করেছেন ওই এলাকার বাসিন্দা সাংবাদিক আবু জাবের।


উল্লেখ্য, কিছুদিন আগে নিজেকে ‘ভার্সিটির মাল\' আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোমে একপক্ষের তোপের মুখে পড়েছিলেন আমির হামজা। এ নিয়ে বেশ কিছুদিন ট্রল এবং সমালোচনার স্বীকার হয়েছিলেন বিভিন্ন মাধ্যমে। একটি মাহফিলে আমির হামজার ‘মনে করেন হুজুর কিছু জানে না, হুজুর ভার্সিটির মাল’ এমন বক্তব্যকে কেন্দ্র করে টিকটকাররা তৈরি করেন অসংখ্য ট্রল-ভিডিও ক্লিপ। যা পরবর্তীতে ছড়িয়ে পরে ইউটিউবি ও ফেসবুকে।

এদিকে, শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এই তাফসির মাহফিলের পৃথক অধিবেশনে সভাপতিত্ব করেন ‘ইসলামি সমাজ কল্যাণ পরিষদ আলীগঞ্জ’র প্রতিষ্ঠাতা সভাপতি উবায়দুল হক শাহীন, মাওলানা মাহমুদুল হাসান পীর, ডা. শাহ সৈয়দুর রহমান, আবুল বশর, আরশ আলী, ক্বারি ফারুক আহমদ, হাবিবুর রহমান হবি ও নরুল গণি এবং মাহফিল পরিচালনা করেন ইসকপের মুহাম্মদ সুজন মিয়া, সেলিম উদ্দিন ও হাফিজ আবু সুফিয়ান ত্বোহা।
আরও বক্তব্য রাখেন সিলেটের মুফতি মাওলানা আলী হায়দার, চুয়াডাঙ্গার মাওলানা হোসাইন আহমদ মাহফুজ, ছাতকের হাফিজ মাওলানা আলী ওয়াক্কাস, জগন্নাথপুরের মাওলানা হোসাইন আহমদ, গোলাপগঞ্জের মাওলানা আশরাফ উদ্দিন, মাওলানা আলী নুর আহমদ ও মাওলানা আমিনুল হক রাহি। 


মাহফিলে ইসলামি সংগীত পরিবেশন করেন ঢাকার প্রখ্যাত ইসলামী সংগীতশিল্পী নিয়ামত উল্লাহ নিজামী, তানভীর আহমদ হাজারি ও জুবায়ের আহমদ হাজারি।

উপস্থিত ছিলেন প্রবীণ আলেম মাওলানা জালাল উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কদ্দুস, এ্যাড. রেজাউল করীম তালুকদার, প্রিন্সিপাল গোলাম আজম, এড. আজিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ, উপাধ্যক্ষ মাওলানা আকবর আলী, মাওলানা সৈয়দ মনসুর আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, ডা. আব্দুল করিম, ডা. সুহেল মিয়া, মাসুম আহমদ মেম্বার, বাবুল মিয়া মেম্বার, সাজুর আলী মেম্বার, আলহাজ্ব মাসুক মিয়া, আলহাজ্ব আতিকুর আহমদ, আবুল লেইচ, মানিক মিয়া হাজারী, আবুল বশর, ইসকপের সাবেক সভাপতি নুর আহমদ হিরন, আলী হোসেন ও মুসলিম আলী প্রমুখ। 



সিলেটভিউ২৪ডটনেট/২৩ ফেব্রুয়ারি, ২০২০/ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.