Sylhet View 24 PRINT

৮ মাসের বেতন ভাতার দাবিতে সুনামগঞ্জে আউটসোসিং কর্মীদের কর্মবিরতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৩ ১৬:৩৭:০৫

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের অধীন সিভিল সার্জন কার্যালয়, সুনামগঞ্জ সদর হাসপাতাল, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোসিংয়ের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের ৮ মাসের বেতন ভাতার দাবিতে অবস্থান কর্মবিরতি পালন করেছে আউটসোসিং কর্মীরা।

রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সুনামগঞ্জ সদর হাসপাতাল প্রাঙ্গনে এই অবস্থান কর্মসূচী পালন করে তারা।

অবস্থান কর্মবিরতি চলাকালে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় আউটসোসিংকর্মীরা দীর্ঘ ৮ মাস বেতর ভাতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বেতন ভাতা না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন  তারা। অভিলম্বে বেতন ভাতা পরিশোধ না করলে কঠোর আন্দোলনের পাশাপাশি আইনী লড়াই করারও হুঁশিয়ারি প্রদান করেন ভোক্তভোগীরা।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর হাসপাতালের আউট সোসিংকর্মী আমিরুল ইসলাম, আলী হাসান, ইউসুফ আলম, রহুল আমীন, আব্দুল হাই, সালমা বেগম, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোসিংকর্মী বাণী চক্রবর্তী, হাসান আলী, ছাতক উপজেলা হাসাপাতালের আউট সোসিংকর্মী নুরুল ইসলাম সুমন, শুক্লা দেবনাথ, কৈতক হাসপাতালের আউট সোসিংকর্মী সৈয়দ ফয়সল আহমদ লোকমান, জামালগঞ্জ উপজেলা হাসপাতালের আউট সোসিংকর্মী ইসাক আলী, তাহিরপুর হাসপাতালের আউট সোসিংকর্মী মিজানুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুবায়েল আলম প্রমুখ।

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ২০১৯ সালের মে মাসের প্রথম দিকে সুনামগঞ্জ সদর হাসপাতালসহ ১১ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ি ২৩৪জন আউটসোসিং কর্মী নিয়োগ দেয় অনেস্ট সিকোরিটি সার্ভিস নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। নিয়োগের পর ১ উৎসব ভাতাসহ দুইমাসের বেতন দেয়া হয় তাদের। কোনো কোনো উপজেলায় ১ মাসের বেতন দেয়া হয় বলে জানা যায়। এর পর থেকে টানা ৮ মাস বেতন বন্ধ রয়েছে। দীর্ঘদিন বেতন ভাতার বাহিরে থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন আউটসোসিং কর্মীরা। দার দেন করে মানবেতর জীবন যাপন করছেন তারা।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়,   দাপ্তরিক ও প্রশাসনিক জটিলতার কারনে অর্থ মন্ত্রনালয়ে অর্থ ছাড় না হওয়ায় সারা দেশের ন্যায় সুনামগঞ্জেও আউটসোসিং কর্মীদের ভেতন-ভাতা বন্ধ রয়েছে। এ বিষয়ে মন্ত্রনালয়ে নতুনভাবে তথ্য পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই জটিলতার নিরসন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আউটসোসিং কর্মীদের বিষয়টি সম্পর্কে আন্তরিক। আজকেও মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সাথে এ নিয়ে আলাপ করেছি। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি তথ্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে।


সিলেটভিউ২৪ডটকম/২৩ ফেব্রুয়ারি ২০২০/এসএনএ/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.