Sylhet View 24 PRINT

দোয়ারাবাজারে সরকারি ভবনের দরজা প্রধান শিক্ষকের বাসভবনে!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৭ ১৬:২৯:২১

দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পেস্কারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের দরজা খুলে নিয়ে নিজ বাসভবনে লাগিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্বশীলদের ম্যানেজ করে সরকারি নিয়মনীতি ভঙ্গের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

জানা যায়, পেস্কারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা জানালা নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে এগুলো খুলে বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন প্রধান শিক্ষক হারুনুর রশিদ। যা আরো দীর্ঘদিন ব্যবহার উপযোগী ছিল। তবে অবৈধ লোভের আশায় ভালো মানের ব্যবহার উপযোগী দরজাগুলো পাল্টিয়ে সেখানে নতুন দরজা লাগান প্রধান শিক্ষক। এর কিছুদিন পরেই সংশ্লিষ্ট কাউকে না জানিয়ে খুলে রাখা বিদ্যালয়ের দরজা নিজের দ্বিতল ভবনের নিচতলায় লাগিয়েছেন তিনি।

অভিযোগ উঠেছে, সরকারি পরিপত্র অনুসরণ না করে ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি অর্থে ক্রয়কৃত দরজা খুলে অকেজোর অজুহাত দেখিয়ে নিজ বাসভবনে লাগিয়েছেন প্রধান শিক্ষক হারুনুর রশিদ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ষ্টোর রুমে তালাবদ্ধ করে রাখা আসবাবপত্রের মধ্যে কয়েকটি দরজা জানালা সেখানে চোখে পড়েনি।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, আমাদের অনুপস্থিতিতে দরজা-জানালা নেয়া হয়েছে। পরে বিদ্যালয়ে এসে ছাত্র-ছাত্রীদের নিকট থেকে জানতে পারি হারুন স্যার দরজা ভ্যানগাড়িতে করে কোথাও নিয়ে গেছেন।

জানতে চাইলে প্রধান শিক্ষক হারুনুর রশিদ নিজ ভবনে বিদ্যালয়ের দরজা লাগানোর কথো স্বীকার করলেও সরকারি নীতি ভঙ্গের বিষয়টি এড়িয়ে যান।

এসময় তিনি বলেন, বিদ্যালয়ের দরজা ফ্রিতে নয় বরং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির সাথে আলোচনা করেই ১২শ’ টাকায় ক্রয় করে নিয়েছি।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, কয়েক মাস আগে বাজারে বসে আড্ডা দেয়ার সময় প্রধান শিক্ষক হারুনুর রশিদ বিদ্যালয়ের নষ্ট দরজা  নিজ বাড়িতে নেবেন বলে বলাবলি করেন। কিন্তু টাকা দেয়ার কোনো আলোচনা হয়নি এবং আমি দরজাও দেখিনি।

সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু রায়হান বলেন, সরকারি বিদ্যালয়ের কোন মালামাল প্রধান শিক্ষক নিজের বাসাবাড়িতে ব্যবহার করতে পারেন না। বিদ্যালয়ের দরজা সরকারিভাবে নিলাম ছাড়া কারো ভবনে ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি সরেজমিনে তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষকসহ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।



সিলেটভিউ২৪ডটকম/২৭ ফেব্রুয়ারি ২০২০/টিআই/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.