Sylhet View 24 PRINT

'শাহ্ আবদুল করিম লোক' উৎসব শুরু আগামীকাল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৭ ১৯:০৮:১১

সিলেটভিউ ডেস্ক :: বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘শাহ্ আবদুল করিম লোক উৎসব’।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের দিরাই উজানধল মাঠে শুরু হবে এ উৎসব।

শাহ আবদুল করিম পরিষদ ও সুনামগঞ্জের দিরাই ধল গ্রামবাসীর আয়োজনে দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন স্থানের গুণীজনেরা। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে কোয়ালিটি আইসক্রিম।
 
উৎসবে অতিথি শিল্পি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদক প্রাপ্ত শিল্পি সুষমা দাস, ফকির শাহাব উদ্দিন, কাজী শুভ, গামছা পলাশ, আশিক, সুলতানা ইয়াসমিন লায়লা, হাসান, শারমিন, শফিকুল ইসলাম, জুঁই সরকার, সরোয়ার শুভ।

গান গাইবেন বাউল আবদুর রহমান, রণেশ ঠাকুর, প্রাণকৃষ্ণ, সিরাজ উদ্দিন, পাগল কালা মিয়া, শামীম আহমেদ, বাউল বাবুল সরকার, সূর্যলাল দাস, হারুন মিয়া, সৌরভ সোহেল, বাউল দুখু মিয়া, বাউলিয়ানা ফয়সল, মৃনাল বাবু।

উক্ত উৎসবে বাউল সম্রাটের একমাত্র পুত্র শাহ নূর জালাল সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৭ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.